আগামীকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) ও পরদিন বুধবার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই প্রথম কর্মসূচি দলটির।
সোমবার (৮ জানুয়ারি) গুলশানে দলটির চেয়ারপার্সনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
এসময় তিনি বলেন, রোববার দেশে যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেটি সরকারের পাতানো ডামি নির্বাচন। এই নির্বাচন দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এর প্রমাণ হচ্ছে যে, সারা দেশে অনেক কেন্দ্রে একটিও ভোট পড়েনি। এমনকি ভোটারও আসেনি। বিরোধী দল না থাকলেও ভোটের হার বাড়ানোর জন্য ভোট কারচুপি করেছে সরকার। এটিই প্রমাণ করে পাতানো ডামি নির্বাচনের ফাঁদে পা দেয়নি দেশের গণতন্ত্রকামী মানুষ।
সর্বশেষ খবর