
স্বচ্ছন্দে যাতায়াতের জন্য ব্যক্তিগত একটা গাড়ির চিন্তা যে কারোর আসতেই পারে অথবা কোম্পানির প্রয়োজনেও কিনতে হতে পারে গাড়ি। একটা ব্যক্তিগত গাড়ি দৈনন্দিন জীবনের কাজকে করে দিতে পরে অনেক সহজ। গ্রাহকদের শৌখিনতা আর প্রয়োজনের তাগিদ পূরণে বেড়ে চলছে- কার ইম্পোর্টার, রিসেলার, ডিলার-প্রোভাইডারদের যাত্রা। ‘বিশ্বাস ইম্পোর্টস’ সেই যাত্রার অগ্রগণ্য এক নাম।
বাজার বৃদ্ধির সাথে সাথে কার প্রোভাইডার, ইম্পোর্টার সেক্টরে অনেকেই এসেছে। আবার নিত্যনতুন সার্ভিস ভেরাইটিজ নিয়ে প্রোভাইডারদের তালিকায় নাম লেখাচ্ছে অনেকে। ‘বিশ্বাস ইম্পোর্টস’ বেস্ট রেকমেন্ডেড ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গাড়ি গ্রাহকদের জন্য ইমপোর্ট করে থাকে। ক্রেতাদের চাহিদা ও রুচিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে তাদের পছন্দের সব গাড়ির কালেকশন পরিবেশন করার চেষ্টা সবসময় থাকে বিশ্বাস ইম্পোর্টসের।
ভোক্তা-গ্রাহকদের সন্তুষ্টিই মূলত যে কোনো ইন্ডাস্ট্রি বা ব্যবসায়ের শীর্ষে থাকার প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। ‘বিশ্বাস ইম্পোর্টস’ ক্রেতা-ভোক্তাদের সেই সন্তুষ্টি অর্জনে শতভাগ সফলতা লাভ করেছে। বিশ্বাস ইম্পোর্টস একটি বিশ্বস্ত কার ইম্পোর্টার প্রতিষ্ঠান। বারিধারা আউটলেটে সাজানো রয়েছে ক্রেতাদের জন্য পছন্দের সব ব্রান্ডের কার।
ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে উঠার জন্য শুধুমাত্র প্রোডাক্টের কোয়ালিটি এককভাবে ভূমিকা রাখে না। তার সাথে জড়িত থাকে সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের বিক্রয়োত্তর সেবা ও তার মান, সততা, ক্রেতাদের সাথে যোগাযোগ, ব্যবহার এবং অন্যান্য সেবা সুবিধা। এদিক থেকে ‘বিশ্বাস ইম্পোর্টস’ চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে। গাড়ি ব্যবহারকারীদের নিকট ‘বিশ্বাস ইমপোর্টস’ তার বিক্রয়োত্তর সেবার জন্য সুপরিচিত। ‘বিশ্বাস ইম্পোর্টস’ অত্যন্ত ধৈর্য সহকারে ক্রেতাদের চাহিদা ও প্রয়োজন শোনে এবং যত্ন সহকারে সেগুলো পূরণের সর্বোচ্চ প্রয়াস চালায়। প্রতিটি স্তরের ক্রেতাকে প্রতিষ্ঠানটি সমান গুরুত্বের সাথে তার চাহিদার মূল্যায়ন করে এবং তাদের সন্তুষ্টি অর্জনেও থাকে সচেষ্ট।
সর্বশেষ খবর