কোনো ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই, ভক্তদের নিজের বিয়ের খবর জানালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।
শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন জোভান। যেখানে নববধূর সঙ্গে দেখা মেলে অভিনেতার।
একাধিক সূত্রে জানা যায়, বিয়ের আয়োজন পারিবারিকভাবে হয়েছে। তাৎক্ষণিকভাবে জোভানের স্ত্রী বা বিয়ের বিস্তারিত জানা যায়নি। এমনকি প্রকাশিত দুটি ছবিতেও স্ত্রীকে আড়াল করার চেষ্টা করেছেন অভিনেতা। স্পষ্ট দেখা যায়নি তার ছবি।
জানা যায়, জোভানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের কিছুদিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের।
এদিকে ফেসবুকে জোভান প্রথম ছবি পোস্ট করে লিখেছেন, ‘অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।’ ছবিতে দেখা যায়— একটি মেয়ের হাত ধরে উচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। খানিক দূরে ঝাঁপসা হয়ে আছে মেয়েটির মুখ। এরপর আরও একটি ছবি পোস্ট করেন জোভান। যেখানে হবু স্ত্রীর কপালে কপাল রেখে হাসতে দেখা গেছে তাকে।
ফেসবুক পোস্টের ক্যাপশনে বিয়ের তারিখ গত শুক্রবার উল্লেখ করেন এ অভিনেতা।
প্রসঙ্গত, ২০১১ সালে শোবিজে যাত্রা শুরু করে একটানা ১২ বছর ধরে অভিনয় করে যাচ্ছেন জোভান। ছোট পর্দার পাশাপাশি তিনি অভিনয় করেছেন ওয়েব কনটেন্টেও। বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও বিয়ে করলেন পর্দার বাইরের একজনকে।
সর্বশেষ খবর