দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে গুজব রটানো হচ্ছে বলে অভিযোগ করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন। ভুয়া তথ্য প্রচারের বিরুদ্ধেও কাজ করা হবে বলে জানিয়েছেন এই সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
তিনি বলেন, গুজব প্রতিরোধে কাজ করবে তথ্য মন্ত্রণালয়। সেক্ষেত্রে সদ্য সাবেক মন্ত্রীর পরামর্শ নেয়ার কথাও জানান মোহাম্মদ আরাফাত।
নতুন তথ্য প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সাংবাদিকদের অধিকার নিশ্চিতে সরকার কাজ করেছে। দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রতিমন্ত্রী সেই ধারাবাহিকতা রক্ষা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে ঘোষিত নতুন মন্ত্রিসভার সদস্যরা আজ রোববার থেকে তাদের প্রথম অফিস শুরু করেছেন। আজ তারা নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেওয়ার পাশাপাশি সকলের সঙ্গে পরিচিত হচ্ছেন। মন্ত্রিসভার নতুন সদস্যদের বরণ করার জন্য আগে থেকেই প্রস্তুতি শেষ করে স্ব স্ব মন্ত্রণালয়।
সচিবালয় সূত্রে জানা গেছে, সব মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নেমপ্লেট আগেই পরিবর্তন করা হয়েছে। আজ মন্ত্রীরা সচিবালয়ে পৌঁছলে তাদের ফুলেল অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। সচিবের নেতৃত্বে পদস্থ কর্মকর্তারা তাদের বরণ করেন।
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর