মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত সাত দিনব্যাপী বইমেলার উদ্বোধন হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, পৌর মেয়র মো. পারভেজ মিয়া, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি এ. কে. এম. মুজিবুর রহমান বেলাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন গুরুদয়াল সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক কাজী করিম উল্লাহ।
পরে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় গান, নাচ ও নাটক পরিবেশন করা হয়।
এছাড়াও অনুষ্ঠানের প্রধান অতিথিকিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পৌর মেয়র মাহমুদ পারভেজ, সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলামসহ অন্যান্য অতিথিরা বই মেলার স্টল পরিদর্শন করেন। বই মেলায় মোট ৩০ টি বইয়ের স্টল বসে।
সর্বশেষ খবর