পঞ্চগড়ে বাড়িতে একা পেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফুফাত ভাইয়ের বিরুদ্ধে। বর্তমানে পলাতক রয়েছে অভিযুক্ত ফুপাত ভাই আমীর আলী (৩৫) । অভিযুক্ত আমির আলীর বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায়। এই ঘটনায় দেবীগঞ্জ থানায় নারী ও শিশু দমন নির্যাতন দমন আইনে ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার ওই ছাত্রীর মা প্রতিদিনের মত বাদামের মিলে শ্রমিকের কাজ করতে যায়। এদিকে বাড়িতে একা থাকার সুযোগে আমির আলী ছাত্রীর ঘরে প্রবেশ করে। এ সময় ছাত্রীকে মোবাইল ফোন কিনে দেওয়ার প্রলোভন দেয় আমির। সেই সাথে স্কুল ছাত্রীর পড়নে কাপড় ছিড়ে ফেলেন । পরে তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে স্কুল ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে ছাত্রীর ফুপাত ভাই আমির আলী পালিয়ে যায়। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই ছাত্রী ।
পামুলি ইউনিয়নের সাত নং ওয়ার্ডের ইউপি সদস্য গৌরিকান্ত রায় জানান ফুপাত ভাই কর্তৃক মামাত ভাইকে ধর্ষণের ঘটনা শুনেছি। অভিযুক্ত আমির আলীকে দ্রুত গ্রেফতারে দাবী জানান তিনি।
দেবীগঞ্জ থানার পরিদর্শক তদন্ত নজরুল ইসলাম জানান এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বুধবার রাতে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত আমির আলীকে গ্রেফতার করতে অভিযান চলছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর