সদ্য সমাপ্ত বিপিএলে ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। দীর্ঘদিন পর বিপিএলে ফিরে দারুণ ছন্দে থাকলেও জাতীয় দলে জায়গা মেলেনি এই অলরাউন্ডারের।
আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে কোনো ফরম্যাটেই নেই সাইফউদ্দিন। তবে বিষয়টি নিয়ে কোনো আক্ষেপ নেই এই ক্রিকেটারের কণ্ঠে।
গতকাল বিপিএলে চ্যাম্পিয়ন হয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। এ সময় সাইফউদ্দিন বলেন, ‘না, না। আক্ষেপ নাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বিসিবি আমাকে মনে করেছে বিশ্রাম প্রয়োজন। আমি মনে করি পুরো ফিট হয়ে গেলে ভালো হবে।'
হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কথা হয়েছে কি না এই প্রশ্নে সাইফউদ্দিন বলেন, ‘না, প্রথম যখন এসেছিলাম আমি জিজ্ঞেস করেছি কী ব্যাপার, তোমাকে আমি হোয়াটস অ্যাপে মেসেজ দিয়েছি, রিপ্লাই দেও নাই। বলেছে, 'খেয়াল করিনি। তুমি তো এখন ইনজুরড। সুস্থ হলে পরিকল্পনা করবো তোমাকে নিয়ে।’
এরপর সাইফউদ্দিনের কণ্ঠেও শোনা গেল ঠাট্টা। বললেন, ‘এখন মেসেজ দেবো কিনা মুডের ওপর নির্ভর করবে।’
সর্বশেষ খবর