
চট্টগ্রাম জেলার হালিশহর উপজেলার তরুণ উদ্যোক্তা তাওসিফ রেজা তার কিছু সহপাঠীদের নিয়ে স্বপ্নপূরণ নামে একটি দাতব্য চালু করে। গত ২৮শে মার্চ সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে রমজানে ইফতার বিতরণ করে এই দাতব্যের উদ্বোধন হয়।
স্বপ্নপূরণের প্রতিষ্ঠাতা তাওসিফ রেজা। সভাপতি মুহতাসিম ফুয়াদ ও সচিব আদিবুল ইসলাম। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- সাজ্জাদ ইউসুফ, তাহসিন ইফতি, আদনান আবদুল্লাহ, ইমতিয়াজ হোসেন ও শেইখ মোহাম্মদ মুহিত।
উদ্বোধনকালীন প্রতিষ্ঠাতা তাওসিফ রেজা বলেন- ‘আমার স্বপ্ন অন্যদের মতো নাও হতে পারে। ছোটবেলা থেকে আশপাশের দুর্দশার অবস্থা দেখেই আমার এই পরিকল্পনা। তাই আমার স্বপ্ন হলো, মানুষের স্বপ্নগুলো পূরণ করা।’
সভাপতি মুহতাসিম ফুয়াদ বলেন- ‘স্বপ্নপূরণকে আমরা সারাবিশ্বে একটি দানশীল সংস্থা হিসেবে গড়ে তুলতে চাই। তবে এর জন্য প্রয়োজন মানুষের ভালোবাসা।’
সচিব আদিবুল ইসলাম বলেন- ‘স্বপ্নপূরণের মাধ্যমে আমরা দুঃখীদের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে চাই, যেন তাদের অশ্রু মুছে হাসি ফোটাতে পারি।’
স্বপ্নপূরণ দেশের অন্যতম দাতব্য সংস্থা হয়ে দাঁড়াবে। এজন্য প্রয়োজন পরিশ্রম ও পরিশ্রমী স্বেচ্ছাসেবক। দাতব্যটির স্লোগানেই বলেছে, ‘আর হবে না দুঃখ বুনন, আমরাই তো স্বপ্নপূরণ।’
সর্বশেষ খবর