রাজবাড়ীর পাংশা সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ফর পুওর পীপলস (ডিপিপি) থেকে বড় অর্থ ঋণ দেয়ার নাম করে বিভিন্ন স্থান থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে একটি স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে।
জানা যায়, স্বার্থান্বেষী ওই মহলটি অসদুপায়ে কৌশলে ডিপিপির পাশ বহি, ভর্তি ফ্রম ও ঋণচুক্তি ফ্রম সংগ্রহ করে ডিপিপির নাম ভাঙিয়ে এ সকল অনৈতিক কার্যক্রম চালিয়ে আসছে।
বিষয়টি নিয়ে আলোচনা জন্ম দিলে ডিপিপি'র নির্বাহী পরিচালক খান মো: সাইফুল ইসলাম নকিব বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমার এবং আমার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন সহ আমাদের ক্ষতিসাধন করতেই এ সকল কার্যক্রম চালিয়ে আসছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় গত ১৭/০৪/২০২৪ ইং তারিখে পাংশা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি কর হয়েছে (জিডি নং- ৮১৭)। পাশাপাশি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও জনসাধারণকে সচেতন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চালানো হচ্ছে।
‘একই সাথে সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, আমার প্রতিষ্ঠান ডিপিপি এর আগেও কোন প্রকল্প ছিলো না, বর্তমানেও নেই। কেউ আমাদের এনজিওর নামে বা আমার নামে কোন প্রলোভন দেখিয়ে টাকা পয়সা চাইলে দিবেন না। প্রয়োজনে পুলিশকে এবং আমাদেরকে জানান।’
তিনি আরও বলেন, আমরা আমাদের নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক কর্মসূচিগুলো বাস্তবায়ন করি।
সর্বশেষ খবর