শেরপুরের ঝিনাইগাতীতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৬ জুন) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া পাহাড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার গেরামারা গ্রামের আব্দুল্লাহ খন্দকারের ছেলে মোর্শেদ খন্দকার ফকির (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রীর ছেলে আমীর হোসেন (৩০)।
এছাড়া শ্রীবরদী উপজেলার সাতানি এলাকার লোকমান হোসেনের ছেলে রেজুয়ানসহ (২৮) আরও ২/৩ জন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলের নির্দেশে এসআই তনু নন্দন কুমার রুরামের নেতৃত্বে একদল পুলিশ ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গজনী ও বাকাকুড়া বাজারের মধ্যবর্তী পাহাড়ি এলাকার রাস্তায় অভিযান চালায়। এসময় একটি ব্যাটারিচালিত ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিলসহ মোর্শেদ খন্দকার ফকির ও আমীর হোসেনকে আটক করে পুলিশ। এছাড়া রেজুয়ানসহ আরও ২/৩ জন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য আনুমানিক ৭ লক্ষ ৫০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার ওই দুই আসামিসহ পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একইদিন বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, পলাতক আসামিদেরকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সর্বশেষ খবর