বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে নির্ধারিত পরিমাণ ভোট না পাওয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীসহ চারজন প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন- চেয়ারম্যান প্রার্থী নজিবুল্লাহ মজনু, মাহমুদ আশরাফ মামুন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস আলী ও আমিনুল ইসলাম।
বুধবার (৫ জুন) ঘোষিত ফলাফলে নন্দীগ্রাম উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন রানা। তাঁর মোট ভোট ৪১ হাজার ৩৭৯টি। এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নজিবুল্লহ মজনু পেয়েছে ৬৩৭ ও মাহমুদ আশরাফ মামুন পেয়েছে ৫৬৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন দুলাল চন্দ্র মহন্ত। তিনি পেয়েছেন ৩৬ হাজার ২৯১ ভোট। এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস আলী পেয়েছেন ১৪০২ ও আমিনুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৫৪২ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বাবু হক বলেন, নন্দীগ্রাম উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫৭ হাজার ১৯০ জন। উপজেলা নির্বাচনে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৭২ হাজার ৭১১টি। যদি কোন প্রার্থী নির্বাচনে সর্বমোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম পায়, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে। এতে দেখা যায় ওই চার প্রার্থী জামানত হারাবেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর