ক্ষুদ্রঋণ, ঘোচায় দৈন্য আনে সুদিন'এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বোচাগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রথম সেশনে প্রশিক্ষণের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা।বোচাগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার মো. কামরুজ্জামান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পিয়ারুল ইসলাম।
প্রশিক্ষণের দ্বিতীয় সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়েলর উপপরিচালক মইনুল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী উপ পরিচালক মো.মনির হোসেন। ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক উক্ত প্রশিক্ষণে উপজেলা বিভিন্ন গ্রামের সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর