৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ফেনীর ছাগলনাইয়ায় পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান মজুমদার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার (৫ জুন) অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মাঝে মিজানুর রহমান মজুমদার কাপ-পিরিচ প্রতীকে ৫৪ হাজার ৯২১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিবি জুলেখা শিল্পী কলস প্রতীক নিয়ে ৪৯ হাজার ১৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলায় ৫৪টি ভোট কেন্দ্রে মোট ১ লাখ ৬৯ হাজার ১ ভোটারের মধ্যে ৫৯ হাজার ৪৮৪ জন ভোটাধিকার প্রয়োগ করেছে। প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৩৫ দশমিক ২০ শতাংশ।
অপর চেয়ারম্যান প্রার্থীদের মাঝে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এ,এস,এম সহিদ উল্লাহ মজুমদার দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৪৯ ভোট, সাংবাদিক কাজী জায়েদ মোহাম্মদ গোলাম ফারুক টেলিফোন প্রতীকে পেয়েছেন ৭৯৯ ভোট, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আবদুল হালিম আনারস প্রতীকে পেয়েছেন ৬৬৩ ভোট এবং মেহেদি হাসান মুকুট প্রতীকে পেয়েছেন ৫২৭ ভোট।
এছাড়াও এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিবি জুলেখা শিল্পী কলস প্রতীকে ৪৯ হাজার ১৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাছিমা আক্তার সেলাই-মেশিন প্রতীকে পেয়েছেন ৭ হাজার ১১৪ ভোট।
এর আগে ভাইস চেয়ারম্যান পদে কোনো প্রার্থী না থাকায় এ উপজেলায় একক প্রার্থী হিসাবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এনামুল হক মজুমদার।
ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশ বলেন, শান্তিপূর্ণভাবে ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৫ চেয়ারম্যান প্রার্থী ও ২ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মাঝে ৫৪টি ভোট কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রার্থী বেগম জুলেখা শিল্পী নির্বাচিত হয়েছেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর