যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শাহরীন রহমান প্রলয় নামে এক শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্তৃক রাতভর নির্যাতনের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।এ কমিটিতে যবিপ্রবি প্রক্টর ড. মো: হাফিজ উদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও কমিটির অপর দুজন সদস্য হলেন শহিদ মসিযূর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. তানভীর ইসলাম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম।
বৃহস্পতিবার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
উল্লেখ্য, গত সোমবার কথা-কাটাকাটির জেরে মাথা ফাটিয়ে দেওয়ায় ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ দেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরীন রহমান। এই অভিযোগ দেওয়ায় তাকে আবাসিক হলে শাখা ছাত্রলীগ সভাপতি সোহেল রানার কক্ষে রাতভর নির্যাতনের দাবি করেন ভুক্তভোগী ঐ শিক্ষার্থী। তিনি অভিযোগ করেন যবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা তাকে বেধরক মারধর করে হল ছাড়ার হুমকি দেন। হল না ছাড়লে গুলি করে মেরে ফেলবেন তারা বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর