গাজীপুরের কালীগঞ্জে যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ সহোদরের নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রুমানা আফরোজ (২৪) নামের আরো এক যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার শিমুলিয়া ও নলছাটার মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই সহোদর হলেন, ব্যাটারি চালিত অটো রিকশা চালক মো. মেহেদী হাসান তরফদার (২৫) ও তার বড় ভাই আহসান হাবীব তরফদার (২৮) তারা চাদঁপুরের সদর সকদি পাচঁগাও এলাকার মফিজ তরফদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন।
ওসি বলেন, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে টঙ্গীগামী চলনবিল পরিবহনের যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিক্সা চালক মো. মেহেদী হাসান তরফদার ঘটনাস্থলেই মারা যায়। এ সময় অটো রিকশায় থাকা বড় ভাই আহসান হাবীব তরফদার ও রোমানা আফরুজ নামে এক যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ওই দুই জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহসান হাবীব তরফদার কে মৃত ঘোষণা করে ও আহত রুমানা আফরুজ কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। পরে কালীগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল হতে নিহত অটোরিক্সা চালক মেহেদী হাসান তরফদার ও হাসপাতাল থেকে তার বড় ভাই আহসান হাবীব তরফদারের লাশ উদ্ধার করে।
তিনি আরো বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুই সহোদরের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর