কিশোরগঞ্জে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বগি উদ্ধার করা হয়। প্রায় ৪ ঘণ্টা পর ঢাকা-কিশোরগঞ্জ ও জামালপুর-কিশোরগঞ্জ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনের একটি বগি গচিহাটা স্টেশনে ঢোকার সময় আউটারে সংযোগস্থলে বগিটির ২টি চাকা লাইনচ্যুত হয়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি গচিহাটা স্টেশনে এবং ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আক্তারুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল পৌনে ৪টার দিকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসে। গচিহাটা স্টেশনে পৌঁছার আগে সংযোগস্থলে বগিটির ২টি চাকা লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আক্তারুজ্জামান খান ও গচিহাটা স্টেশন মাস্টার ইমাম হোসেন।
তারা জানান, প্রায় ৪ ঘণ্টা চেষ্টা করে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেন গচিহাটা স্টেশন থেকে ছেড়ে গেছে। এদিকে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ৪ ঘণ্টা বিলম্বে রাত ৮টায় কিশোরগঞ্জ স্টেশন ছেড়ে গেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান।
তিনি জানান, গচিহাটা স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর