আগামী এক অর্থ বছরের জন্য নির্বাচন কমিশনের (ইসি) জন্য পরিচালনা ও উন্নয়ন খাতে এক হাজার ২৩০ কোটি বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এতে পরিচালনা খাতে ৭৯৩ কোটি টাকা ও উন্নয়ন খাতে ৪৩৭ কোটি টাকা বরাদ্দ রাখার কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৃহস্পতিবার (০৬ জুন) ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট বক্তৃতায় এ প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী।
এই অর্থ সিটি কর্পোরেশন নির্বাচন দু'টি, পৌরসভা সাধারণ নির্বাচন চারটি, উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ১০টি, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ১০টি এবং জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের উপনির্বাচন অনুষ্ঠান সম্পাদন; কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে জাতীয় ভোটার দিবস উদযাপন; ছবিসহ ভোটার তালিকা হালনাগাদকরণের কার্যক্রম গ্রহণ; পেপার লেমিনেটেড জাতীয় পরিচয় পত্র প্রস্তুত, মুদ্রণ ও বিতরণ; উন্নতমানের (Smart) জাতীয় পরিচয়পত্র প্রদান; শূন্য হতে ১৮ বছর বয়সের নীচে নাগরিক নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান; NID সিস্টেমের (CMS, BVRS, AFIS Smart Card Printing software) অডিট (ISO সমপর্যায়ের) ও ডকুমেন্টশনের জন্য এই বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।
এছাড়াও প্রবাসে অবস্থিত বাংলাদেশি নাগরিকগণকে প্রবাসেই নিবন্ধনকরণ ও (Smart) জাতীয় পরিচয়পত্র প্রদান; NID মিনি আর্কাইভ/লাইব্রেরী স্থাপন; কুমিল্লায় অবস্থিত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় তথা আঞ্চলিক সার্ভার স্টেশন ভবনে Functional DRS (Disaster Recovery Site )স্থাপন; NID সিস্টেমকে Critical Information Infrastructure (CII) বা গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো এর Common প্লাটফরমে সংযুক্তির জন্য প্রয়োজনীয় সাইবার সেন্সর সিস্টেম স্থাপন; জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই/সনাক্তকরণ সংক্রান্ত পার্টনার সার্ভিস অব্যাহত রাখা; এবং নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচনি ব্যবস্থাপনায় আইসিটি ব্যবহারের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার ক্ষেত্রে ওই বরাদ্দের কথা বলেছেন অর্থমন্ত্রী।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর