নাটোরের সিংড়ায় সিগারেটের দাম বেশি চাওয়াই দোকানী কে পিটিয়েছে ক্রেতা ঘটনাটি ঘটেছে উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের রামনগর গ্রামে!
জানা যায়, (৬ জুন) বৃহস্পতিবার ৮টার দিকে রামনগর গ্রামের বাবু প্রামানিকের দোকানে সিগারেট কিনতে আসে একই গ্রামের ইউনুস সরদারের ছেলে আসাদুল এতেই ঘটে বিপত্তি দোকানী ডারবী সিগারেট দাম ৬ টাকা চাওয়াই কথা কাটাকাটি হয় ক্রেতা ও বিক্রেতার মাঝে ক্রেতা আসাদুল ক্ষিপ্ত হয়ে দোকানী বাবু প্রাং (৫৫) কে লাঠি দিয়ে মাথায় আঘাত করে তার মাথা দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ দেখে আসাদুল পালিয়ে যায় সেখান থেকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
দোকানী বাবু প্রাং বলেন, সিগারেটের দাম সারা বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে এজন্য আমি একটা ডারবী সিগারেটের দাম ৬ টাকা চেয়েছি এজন্য আমাকে ইউনুসের ছেলে আসাদুল মারধর করে আমার দোকানপাট ভাংচুর করেছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন, এ ঘটনা এখানো থানায় কেউ আসেনি আমরা অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর