দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ নিয়মিত তার অফিসিয়াল ফেসবুক পেজে ইসলামিক নানা বিষয়ে সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠানে যোগ দেন। তার ২১৪তম পর্বে নানা প্রশ্ন উত্তর থেকে বাছাই করে একটি প্রশ্নের উত্তর তুলে ধরা হলো।
সুমাইয়া ইসলাম নামে একজন প্রশ্ন করেছেন, ১৩ বা ১৪ বছরের কোনো ছেলেকে প্রাপ্ত বয়স্ক কোনো নারী কি প্রাইভেট পড়াতে পারবে?
উত্তর: ১৩ বা ১৪ বছরের ছেলেরা আজকাল প্রাপ্ত বয়স্ক হয়ে যায়। না হলেও প্রাপ্ত বয়স্ক হওয়ার একেবারে কাছাকাছি থাকে। যখন তারা এই জাতীয় (যৌনতার ব্যাপারে) বিষয়গুলোকে রপ্ত করতে শিখে, জানতে শিখে বা এই অনুভূতিগুলো তাদের মাঝে জাগ্রত হয়, এমতবস্থায় এমন ছেলেকে কোনো নারী একান্তভাবে পাঠদান করা ঠিক নয়। শরিয়া বিষয়গুলোকে খুব গুরুত্ব দিয়ে দেখেছে। এর কু-প্রভাব সমাজে খুব ভয়ঙ্করভাবে পড়ছে। আমাদের আশপাশে তাকালেই তা দেখতে পাবো। তাই যৌনতা সম্পর্কিত অপরাধ বা গুনাহগুলো যেন না হয়, ইসলাম অনেক আগ থেকেই বাধা দিতে বলেছে। আল্লাহ বলেছেন তোমরা যেনার কাছেও যেও না।
-শায়খ আহমাদুল্লাহ, বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব ও আলোচক।
রার/সা.এ
সর্বশেষ খবর