ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আহম্মদ হোসেন বিপ্নব, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন আক্তারও শপথ নিয়েছেন
বৃহস্পতিবার সকালে বিভাগীয় কমিশনার জাকির হোসেন তাদের শপথবাক্য পাঠ করান।
রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনারের কার্যালয় এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে।
বিভাগীয় কমিশনার প্রথমে নবনির্বাচিত ২১টি উপজেলার উপজেলা চেয়ারম্যানদের একসঙ্গে শপথবাক্য পাঠ করান। এরপর মহিলা ভাইস চেয়ারম্যান ও পরে ভাইস চেয়ারম্যানদের শপথ করানো হয়। শপথ করানোর পর বিভাগীয় কমিশনার সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে শুভেচ্ছা বক্তব্যে বিভাগীয় কমিশনার এই জনপ্রতিনিধিদের দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরাও তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের রংপুর বিভাগের পরিচালক আবু জাফর। এ সময় বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত -গত ২১ মে রংপুর বিভাগের ২১টি উপজেলায় ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । এতে উপজেলা চেয়ারম্যান পদে ২১ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২১ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২১জনসহ মোট ৬৩ জন প্রতিনিধি নির্বাচিত হয়। নবনির্বাচিত সকল উপজেলা চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস- চেয়ারম্যান শপথ নেন তারা।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর