জমি নিয়ে সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুশা হিন্দু পাড়া গ্রামে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। জমি নিয়ে সংঘর্ষে মৃত্যু নারীর নাম সুফলা দেবী (৬৫)। সে মুশা হিন্দুপাড়া গ্রামের মৃত রজনী কান্ত রায়ের স্ত্রী।
এলাকাবাসী সূত্র জানায়- বৃহস্পতিবার (৬ জুন) বিকালে সুফলা দেবী ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিল। প্রতিপক্ষরা তা দেখে জমি চাষে বাঁধা দেয়। এ সময় উভয়পক্ষের মাঝে তর্ক বাঁধে। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে প্রতিপক্ষের আঘাতে সুফলা দেবী (৬৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুফলা দেবীর মৃত্যু হয়। তাদের উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ রয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল ও এস আই নূর ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হল কিশোরগঞ্জ উপজেলার মুশা হিন্দু পাড়া গ্রামের কেফার চন্দ্রের পুত্র উজ্জ্বল (১৯), বিন্নাকুড়ি রুপচান পাড়া গ্রামের মৃত ললিত চন্দ্র রায়ের স্ত্রী নির্মলা (৬১) ও বড়ডুমরিয়া কামারপাড়া গ্রামের সুরজিত চন্দ্র ওরফে কাল্টুর স্ত্রী অনিতা (৩৪)।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র মন্ডল শুক্রবার ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন- ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর