সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল রাখার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি পালন করেন তারা।
শুক্রবার (৭ জুন) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজুল ইসলাম মেঘের সঞ্চালনায় বক্তারা এ কোটা প্রথাকে ‘বৈষম্যমূলক’ ও মুক্তিযুদ্ধের মূলমন্ত্রের সাথে সাংঘর্ষিক আখ্যায়িত করে অবিলম্বে এ প্রথা দূর করার আহ্বান জানান।
মানববন্ধনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেল বলেন, আমরা এ বৈষম্যমূলক ব্যবস্থার অবসান চাই। সারা পৃথিবীতে যেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা রাখা হয়। সেখানে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের নামে কোটা প্রচলন করে ডাকাতি করা হয়। আমাদের মুক্তিযোদ্ধারা নিজেদের জান বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছেন। কোন টাকা বা সম্পদের প্রলোভনের সাথে তারা আপস করেননি। আমরা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই- আমরা এসব বৈষম্যমূলক ব্যবস্থা চাই না। যখন কোন প্রকার জনগোষ্ঠী সুবিধাবঞ্চিত না হওয়া সত্ত্বেও তাদের জন্য কোটা রাখা হয়, তখন সাম্য ও মানবিক মর্যাদা কোথায় থাকে? নীতিনির্ধারণী জায়গায় অযোগ্যদের জায়গা করে দিলে সামাজিক সুবিচার কোথায় থাকে? আমরা আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে প্রমাণ করে দিতে চাই আসল মুক্তিযোদ্ধা কারা। মুক্তিযুদ্ধের আদর্শ ও মূলনীতি বাস্তবায়নের জন্য অবিলম্বে এ কোটা বাতিল করতে হবে।
একই বিভাগের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, ‘আমাদের পূর্বপুরুষরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। অথচ আজকে সেই মুক্তিযোদ্ধাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাইকোর্ট কোটার পক্ষে রায় দিয়েছে।
‘মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিই প্রমাণ করে, এই কোটার রায়কে সবাই প্রত্যাখান করেছে। ২০১৮ সালের আন্দোলনে যে কোটা বাতিল করা হয়েছে, আদালতের এই রায়কেও আন্দোলনের মাধ্যমে একইভাবে প্রত্যাখ্যান করা হবে। যে রায়কে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে, সেটা কখনও বাস্তবায়ন করতে দেয়া হবে না।’
ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের বিরুদ্ধে যখনই কিছু ঘটেছে সাধারণ শিক্ষার্থীরা তখনই প্রতিবাদ জানিয়েছে। একাত্তরে এ সাধারণ শিক্ষার্থীরাই প্রধান ভূমিকা পালন করেছে। একটি স্বার্থান্বেষী মহল এখানে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। এ আন্দোলন সফল করতে হলে সবাইকে মাঠে থাকতে হবে।
এর আগে, হাইকোর্টের দেয়া রায়ের প্রতিবাদে গত বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, বুধবার (৫ জুন) সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর