ফজল হক ফারুকির পেস তোপ ও রশিদ খানের স্পিন ঘূর্ণিতে উড়ে গেল নিউজিল্যান্ড। আফগানদের দেয়া লক্ষ্যমাত্রায় ব্যাটিংয়ে নেমে দলীয় শতরানও করতে পারল না কিউইরা। এ জয়ের ফলে সুপার এইটের পথে একধাপ এগিয়ে গেল রশিদ-নবীরা। অন্যদিকে প্রথম ম্যাচে হারের ফলে ব্যাকফুটে চলে গেল নিউজিল্যান্ড। শনিবার (৮ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় অনুষ্ঠিত হয়।
আফগানিস্তানের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ফজলহক ফারুকির পেস তোপে পড়ে নিউজিল্যান্ড। স্কোরবোর্ডে ৩৩ রান যোগ করতেই টপ অর্ডারসহ চার ব্যাটারকে হারিয়ে ফেলে তারা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি কিউইরা। দলীয় ৪৩ রানে গ্ল্যান ফিলিপসকে তুলে নেন মোহাম্মদ নবী। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন তিনি।
শেষ দিকে ম্যাট হেনরির ১৭ বলে ১২ রান কেবল হারের রান কমিয়েছে। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় নিউজিল্যান্ড। আফগানিস্তানের হয়ে ফারুকি ও রশিদ খান ৪টি করে, মোহাম্মদ নবী ২টি উইকেট লাভ করেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান ১০৩ রানের জুটি গড়েন। জাদরানকে ব্যক্তিগত ৪৪ রানে বোল্ড করে জুটি ভাঙেন ম্যাট হেনরি। তবে অপরপ্রান্তে রানের চাকা সচল রাখেন রহমানউল্লাহ। দ্বিতীয় উইকেটে আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে ২৪ রানের জুটি গড়েন। দলীয় ১২৭ রানে আজমতউল্লাহকে বিদায় করেন হেনরি। ম্যাচে এটি ছিল তার দ্বিতীয় উইকেট।
তৃতীয় উইকেটে মোহাম্মদ নবী রানের খাতা খোলার আগেই বিদায় নেন। তখন দলীয় সংগ্রহ ১৩৬ রান। চতুর্থ উইকেটে রশিদ খানকে নিয়ে ২০ রানের ছোট্ট জুটি গড়েন গুরবাজ। যার মধ্যে ১৪ রানই এসেছে গুরবাজের ব্যাট থেকে। দলীয় ১৫৬ রানে রশিদ খান ও গুরবাজ বিদায় নিলে বড় সংগ্রহের পথে যাওয়া হয়নি আফগানদের। বিদায়ের আগে রহমানউল্লাহ ৫৬ বলে ৫ ছক্কা ও সমান চারে ৮০ রানের ঝলমলে ইনিংস উপহার দেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় আফগানিস্তান। নিউজিল্যান্ডের হয়ে বোল্ট, হেনরি প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করেন। লকি ফারগুসন একটি উইকেট লাভ করেন।
রার/সা.এ
সর্বশেষ খবর