স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত।
শনিবার সকালে বোচাগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.ডালিম সরকার।
জনসচেতনতামূলক সভায় সহকারী কমিশনার ( ভূমি) সাইফুল হুদা সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মো.জাফরুল্লাহ, বীরমুক্তিযোদ্ধা শামসুল আলম,সেতাবগঞ্জ সরকারি কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবত চন্দ্র রায়,সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ। ভূমি সপ্তাহ জনসচেতনতামূলক সভায় ভূমিসেবা গ্রহীতা, সুশিল সমাজের ব্যক্তিবর্গ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ ইউনিয়ন ভূমি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,ডিজিটাল হওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে। আমরা ঘরে বসে আমাদের ভূমি উন্নয়ন কর,নামজারি সহ ভূমির বিভিন্ন কাজগুলো আমাদের অনেক সহজ হয়েছে।সরকারের এই উদ্যোগে আমরা সাধুবাদ ও ধন্যবাদ জানাই।
সর্বশেষ খবর