"স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান (পর্চা), জমির ম্যাপ সহ ভূমি বিষয়ক পরামর্শ নিয়ে শনিবার থেকে জয়পুরহাটে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিস যৌথ ভাবে এক সচেতনতামূলক সভার আয়োজন করে । অনুষ্ঠানে ভূমি সেবা অনলাইন ভূমি ব্যবস্থাপনা নিয়ে তৈরি একটি পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট ভূমিসেবার বিকল্প নেই উল্লেখ করে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মহীউদ্দীন জাহাঙ্গীর। ভূমিসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম। সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রমূখ। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সবুর আলী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক" এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ভূমি সেবা সপ্তাহে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান (পর্চা), জমির ম্যাপ সহ ভূমি বিষয়ক যে কোন সমস্যা সমা- ধানের জন্য সাধারণ মানুষকে ডিজিটাল সেবা নেওয়ার পরামর্শ প্রদান করা হবে বলে জানান আয়োজকরা ।
সর্বশেষ খবর