ভোলার চরফ্যাসন উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বক্তিরহাটে আগুনে পুড়ে ছাই ৪টি দোকান। আয় রোজগারের সম্বলটুকু হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ব্যবসায়ীরা।
শুক্রবার (৭ জুন) রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেলাল স্টোর, মফিজুল স্টোর, সুমন স্টোর ও নিরব স্টোরসহ ৪টি দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তারা প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে যার যার মতো বাড়ীতে চলে যায়। হঠাৎ বাজারে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা খবর পেয়ে তাদেরকে জানায়। পরে চরফ্যাসন ফায়ার সার্ভিস স্টেশনে খবর জানালে ফায়ার সার্ভিস কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এই সময়ের মধ্যে ৪টি দোকান পুড়ে গেছে।
চরফ্যাসন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ মোঃ আসাদুজ্জামান লিখন জানান, ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
সর্বশেষ খবর