রাত পোহালেই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের স্থগিত হওয়া ভোটগ্রহণ আগামীকাল রবিবার (৯ জুন)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদে ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।
বরিশাল আঞ্চলিক রিটানিং কর্মকর্তা দিলিপ কুমার হাওলাদার জানান, উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫৯টি ভোটকেন্দ্রের ভোটকক্ষে ১ লাখ ৪৩ হাজার ৭৩৩ জন ভোটার। এর মধ্যে সবগুলোই ভোটকেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে ধরা হয়েছে।
অতিরিক্ত বরিশালের আঞ্চলিক কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা পোলিং কর্মকর্তার পাশাপাশি একজন উপ-পরিদর্শক (এসআই), একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), ৮ জন পুলিশ কনস্টেবল ও আনসার থাকবে। উপজেলায় মোট ১১ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়াও তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির একজন মেজরের নেতৃত্বে একটি স্ট্রাইকিং টিম থাকবে। টহলে থাকবে র্যাবের তিনটি টিম। ও এপিপিএন এর দুই প্লাটুন সদস্য।
এই নির্বাচন কর্মকর্তা জানান, ভোট কেন্দ্রে কোন প্রকার আপত্তিকর ঘটনা ঘটলে নির্বাচন স্থগিত করা হবে। প্রতিটি কেন্দ্রে আনুষঙ্গিক সবকিছু বিকেলে পাঠানো হবে,এবং সকালে ব্যালট পাঠানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর