রাজবাড়ীর পাংশা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৮-১৪ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেছেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। শনিবার ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১২ টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালি শেষে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে ও পৌর ভূমি অফিসার সুদর্শন কুমার সাহা’র সঞ্চালনায় `স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক' প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ শাহাদত হোসেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ সাঈদ আহমেদ, সাংবাদিক মোক্তার হোসেন, সাংবাদিক মাসুদ রেজা শিশির,যশাই ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ আক্কাস আলী, মোঃ মোখলেছুর রহমান প্রমুখ।
এ সময় পাংশা উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসারগণ, উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী, ভূমি সেবা গ্রহিতারা, মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বিনামূল্যে গৃহ পাওয়া সুফল ভ’গীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে গৃহহীনদের মধ্যে গৃহের দলিল হস্তান্তর করা হয়। সেবা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিসের গোল ঘরে আলাদা বুথ খোলা হয়েছে সেখানে ভূমি সেবা সংক্রান্ত সকল বিষয়ে তাৎক্ষণিক সেবা পরামর্শ দেওয়া হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর