‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ স্লোগান নিয়ে আজ শনিবার (৮ জুন) শুরু হল ভূমি সেবা সপ্তাহ। এ উপলক্ষ্যে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
দুপুরে উপজেলা ভূমি অফিসে ফিতা কেটে এ সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস। পরে অফিস মাঠে ভূমি সেবা গ্ৰহিতাদের উপস্থিতিতে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন নাহিদ সুলতানা, উপজেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক রেজাউল আলম স্বপন, এস আই হাবিবুর রহমান, বড়ভিটা ইউপি ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আজিজুল ইসলাম, কিশোরগঞ্জ ইউপি ভূমি অফিসের উপ- সহকারী ভূমি কর্মকর্তা এটিএম শাহজাহান আলী, প্রেসক্লাবের সভাপতি আবু হাসান শেখ (হাসান তনা) প্রমুখ। এতে সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারী, ভূমি সেবা গ্ৰহিতা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
সভায় সহকারী কমিশনার ভূমি মঈন খান এলিস স্মার্ট ভূমি সেবার সারমর্ম তুলে ধরেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর