ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় মোছা. আজমুদা রিমু নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের গঙ্গাচড়া এলাকায় পাগলাপীর-জলঢাকা আঞ্চলিক সড়কের খলেয়া নামক স্থানে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান শরিফুল ইসলাম।তিনি বলেন, আজ আনুমানিক সকাল সাড়ে ১০টায় বাস ও সিএনজির মুখোমুখি দুর্ঘটনায় শিক্ষার্থী ৩ জনের মৃত্যু হয়। এছাড়া আরো দুজন আহত হয়েছেন। নিহত শিক্ষার্থী রিমু পাগলাপীর থেকে নীলফামারীগামী সিএনজিতে ছিলেন। দুর্ঘটনা পরবর্তীতে হাসপাতালে নেয়া হলে সেখানে সকাল ১১টায় তিনি মৃত্যুবরণ করেন।
রুমির প্রতিবেশী ও জাবির সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী মো. সুরুজ আলী জানান, ঈদের ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় গত বুধবার দুপুরে বাসে করে রংপুরে উদ্দেশ্য রওনা হন রুমি। ক্যাম্পাস থেকে সরাসরি নীলফামারীর বাস না পাওয়ায় রংপুরে নানির বাসায় যান তিনি। পরে সেখান থেকে আজ সকালে সিএনজি করে নীলফামারীর কিশোরগঞ্জে বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন।
রিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫১ তম ব্যাচের (২০২১-২২ শিক্ষাবর্ষ) এবং রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। রিমুর গ্রামের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পুঁটিমারী ইউনিয়নে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর