পুলিশের গাড়িতে আক্রমণের অপরাধে রাজধানীর উত্তরা থেকে দুই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৭ জুন) দিবাগত রাত ১টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের গোলচত্বর থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃতদের নাম সিমা ওরফে প্রিয়া (২৫) ও মোছা. মনি (২৩) নাম। শনিবার (৮ জুন) তাদেরকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। সিমা ওরফে প্রিয়া দক্ষিণখানের ফায়দাবাদ চুয়ারিরটেক এলাকার শাওন প্রধানের স্ত্রী এবং মনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার মানিকখালী গ্রামের মৃত আলমের মেয়ে। দুজনই ফায়দাবাদ চুয়ারিরটেক এলাকায় থাকেন।
জানা যায়, উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ উদ্দিন মণ্ডল দুই তরুণীকে আদালতে পাঠান। নন–এফআইআরে তিনি উল্লেখ করেছেন, থানা এলাকায় দায়িত্ব পালনকালে রাত আনুমানিক ১টার দিকে ১৩ নং সেক্টরের জমজম টাওয়ারের সামনের রাস্তায় ওপর জনসাধারণের গতিরোধ করে হৈ হল্লা ও চিল্লাচিল্লি করে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছিলেন ওই দুই তরুণী। ওই সময় জনগণের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এতে রাস্তায় পড়ে গিয়ে সিমা ওরফে প্রিয়া আঘাত পান। পরে তাকে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
জমজম টাওয়ারের সামনের রাস্তায় পুলিশের গাড়ির গতিরোধ করেন দুই তরুণী। এসময় পাশে দাঁড়িয়ে ছিলেন দুইজন আনসার সদস্য এবং একজন পুলিশ কনস্টেবল। পাশেই ছিলেন উত্তরা পশ্চিম থানার এসআই হানিফ উদ্দিন মণ্ডল। এক তরুণীকে চিৎকার করে বলেন, ‘এখানে ভিডিও করে কোনো লাভ নাই। ওনারা বিনা কারণে আমাদের পেটাচ্ছে। যদি আমাদের ফ্যামিলি কোনো কারণে জেনে যায়, তাহলে আমাদের মানসম্মান কিছুই থাকবে না।’
এ সময় এক তরুণী রাস্তার ওপর দাঁড় করিয়ে রাখা পুলিশের গাড়ির বনেটে কিল, ঘুষি মারতে থাকেন। পরে পুলিশের একজন নারী সদস্য তাকে সরিয়ে দেন।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর