শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী ভোগাই নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ইজারা বহিঃভুত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একজনকে ৬ মাস ও দুইজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে শ্যালু ইঞ্জিন চালিত ৭ টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।
শনিবার (৮ জুন) বিকেলে উপজেলার নয়াবিল ইউনিয়নের ভোগাই নদীর নাকুগাঁও স্থলবন্দর ও হাতিপাগার এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।
দণ্ডপ্রাপ্তরা হলো- নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের হাতিপাগার গ্রামের মৃত জামাল উদ্দিনের পুত্র আব্দুল মালেক (৪০), একই এলাকার মৃত আমির আলীর পুত্র আব্দুল জলিল (৩৭) ও মৃত আকবর আলীর পুত্র আকরাম হোসেন (৪৮)।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলায় প্রবাহিত খরস্রোতা ভোগাই নদীর নয়াবিল নাকুগাঁও এলাকায় ইজারা বহিঃভুত স্থান থেকে নদীর তীর ভেঙ্গে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।
এসময় অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত আব্দুল জলিলকে ৬ মাস, আব্দুল মালেক ও আকরাম হোসেন নামের দুইজনকে আটকের পর তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসাথে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালু ইঞ্জিন চালিত ৭ টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা বলেন, ভোগাই নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত তিনজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০/ ১৫ (১) এর ধারায় কারাদণ্ড দেওয়া হয়েছে। অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৭টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।
তিনি আরো বলেন, ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ঘটনাস্থলে যাকেই পাওয়া যাবে তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর