কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর এজেন্সি ব্যবস্থাপক এর বাসা থেকে ২০ কেজি গাঁজা ও ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলা নং ৬।
পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার (৮ জুন) দুপুরে উপজেলার পুরাতন থানা পাড়া এলাকার এমদাদুল হক পাভেলের বাড়িতে দুই দফা অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়। পুলিশ প্রথম দফায় ওই বাড়ির একটি কক্ষ থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে পাভেলের বাড়ির মালামাল রাখার কক্ষ থেকে আরও ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় রিং স্লাব দিয়ে তৈরি ল্যাট্রিন সাদৃশ্য একটি কূপ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এসময় বাড়ির মালিক কৌশলে পালিয়ে যায়। পুলিশ এঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এলাকাবাসীর ধারণা কুরিয়ার সার্ভিস ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে পাভেল মাদক চোরাচালানের ব্যবসা করে আসছে। এতে অল্প দিনেই সে অনেক সম্পত্তির মালিক বনে যায়।
ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, পাভেল নামের এক ব্যক্তির বাড়ি থেকে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে দ্রুত আটকের চেষ্টা চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর