কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো: আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৯ জুন) সকাল ৮টায় উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মো: আনোয়ার হোসেন বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামের মরহুম চারু মিয়ার ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো: আবুল কাশেম জানান, জামতলা সীমান্তে বিএসএফের গুলিতে মো: আনোয়ার হোসেন নিহত হয়েছেন। নিহতের লাশ কাটা তার সংলগ্ন এলাকায় রয়েছে।
স্থানীয়রা জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে জামতলা এলাকায় চিনি পাচারকারকালে একজনকে গুলি করেছে বিএসএফ। গুলিবিদ্ধ লাশ এখন বর্ডারে পড়ে আছে।
আরো জানা যায়, গত ২ জুন ২০২৪ তারিখে জামতলা-কালিকৃষ্ণনগর ৫ পিলার সীমান্তে চিনি পাচারকারী একটি দল বিএসএফের একজন সদস্যকে মারধর করে রাইফেল ওয়ারলেস সেট নিয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য কাশেম মেম্বারের কাছে রাইফেল ও ওয়ারলেস সেট ফেরত দিলে বিজিবি'র কাছে তা হস্তান্তর করে।ও ই দিন সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের একটি মিটিংয়ে তা ফিরিয়ে দেয় এবং উক্ত বিষয়টি সমাধান হয়েছিল।
নিহতের ঘটনার বিষয়টি জানতে শংকুচাইল ক্যাম্পের কামান্ডার মোবাইল নাম্বারে একাধিক বার কল করেও পাওয়া যায়নি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর