
বিজয়নগর থেকে নিখোঁজের ২ দিন পর আখাউড়ার সেই গৃহবধূ ৩ কন্যাদ্বয় কে বগুড়ার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে,এসময় নিখোঁজ মিতুর সাথে থাকা এক যুবক কে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে ঐ গৃহবধূর সাথে যুবকের আগে থেকেই সম্পর্ক ছিল।
বিষয় টি নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম। তিনি বলেন, গৃহবধূর সাথে যে ব্যক্তিকে পাওয়া গেছে তার সাথে ঐ গৃহবধূর আগে থেকেই সম্পর্ক ছিল বলে ধারণা করা হচ্ছে। গৃহবধূর জবানবন্দি নেওয়া হলে নিখোঁজের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, গত শুক্রবার (৭ জুন) জুন পিতার বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফেরার পথে তিন কন্যাসহ এক গৃহবধূ নিখোঁজ হয়। নিখোঁজ গৃহবধূ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের আতাউর রহমান ভুঁইয়ার স্ত্রী খালেদা আক্তার রিতু(২৮) ও তার তিন কন্যা তাবাসসুম আক্তার (১০) তানিশা আক্তার (৭) এবং হুমায়রা আক্তার (৫)। এ ঘটনায় শনিবার (৮ জুন) দুপুরে নিখোঁজ গৃহবধূর পিতা আব্দুল আউয়াল ভুঁইয়া বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
পরবর্তীতে এ বিষয়ে বিজয় নগর থানায় জিডি করা হলে তদন্তে নামে পুলিশ। এরপর প্রযুক্তির সাহায্যে আজ দুপুর বেলায় বগুড়া থেকে ৩ কন্যা সহ সবাই কে উদ্ধার করে বিজয়নগর থানা পুলিশ। সরাসরি অভিযানে রয়েছেন চম্পক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. রবিউল ইসলাম।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর