সিরাজগঞ্জ শহরে এক কুয়েত প্রবাসীর বাড়ির গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল বাড়ির লোকজনকে বেঁধে রেখে আলমিরা ও সেচ ভেঙ্গে স্বর্নাংলকার ও নগদ টাকা লুট করেছে। রবিবার ভোরে শহরের তেল কুপি নতুন পাড়ার ইউনুস আলির ছেলে কয়েক প্রবাসী ফারুক হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর ছোট ভাই মাসুম শেখ জানান, রাত সাড়ে ৩টার দিকে ১০/১২ জনের মুখোশধারী ডাকাত দল বারান্দার গ্রিল কেটে এক তলা ভবনে প্রবেশ করে। গরমের কারনে ঘরের দরজা খোলা ছিল। ডাকাতরা ঘরের ভিতর ঢুকে দুই নারী ও এক পুরুষের মুখ ও হাত বাধার পর সবাইকে দড়ি দিয়ে বেঁধে রেখে ঘরের কয়েকটি আলমিরা ও সেচ ভেঙ্গে নগদ ৩ লাখ টাকা ও ১৬/১৭ ভরি ওজনের স্বর্নাংলকার লুট এবং অন্যান্য আসবাবপত্র তছনছ করে ফেলে রেখে গেছে।
সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে রবিবার দুপুরে ঘটনাস্থল করেছি। প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রী ভয়ে অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপনে তদন্ত চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর