খাগড়াছড়ি জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুন) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
সভায় এসময় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর, জাতীয় গোয়েন্দা সংস্থা এন এসআই য়ের খাগড়াছড়ি যুগ্ম পরিচালক মো. ফিরোজ রব্বানী, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুঁইয়া, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র মো. শাহ আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, জাতীয় ভোক্তা অধিকার সংগঠন কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)র সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ সহ প্রমুখ।
সভায় আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে পশুর হাট নিয়ন্ত্রণ, জাল নোট প্রতিরোধ এবং নিত্য পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার কথা বলা হয়। সম্প্রতি প্রাকৃতিক দূর্যোগ রিমালের প্রভাবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রধান সড়কে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে ২১ বছর বয়সী একজন ফায়ার ফাইটারের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এসময় সকলকে আরও সচেতন হতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে জেলা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করা হয়।
এছাড়াও খাগড়াছড়ি জেলা শহরে সম্প্রতি কিশোর গ্যাংয়ের উৎপাত বাড়ায় সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এই কিশোর গ্যাংয়ের উৎপাত রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সোচ্চার হওয়ার পাশাপাশি স্থানীয়দের সচেতন হওয়ার বিষয়ে আহ্বান জানানো হয়।
একই সাথে শহরের যানজট নিরসনসহ বিভিন্ন রেস্টুরেন্টে অগ্নিনির্বাপণের ব্যবস্থা করা, শহরে অবৈধ চাঁদাবাজি বন্ধ করা, অতিরিক্ত টোল আদায় বন্ধ করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া আইন-শৃঙ্খলা জনিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হয় সভায়।
এসময় বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর