গুঁড়া সদর উপজেলার নামুজা ও গোকুল এলাকা থেকে ১৮৫ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী ও সদর উপজেলার নিশিন্দারা ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুড়িগ্রাম সদরের হাটিরপাড়া এলাকার মাসুম মিয়া এবং নাগেশ্বরী উপজেলার বেবীপুর ভিতরবন্দ এলাকার সঞ্চয় কুমার মহন্ত। এদের মধ্যে মাসুমের নামে বগুড়া সদর থানায় একটি এবং সঞ্চয়ের নামে বগুড়া সদর থানায় দুইটি মাদক মামলা রয়েছে।
র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাতে কুড়িগ্রাম জেলার ভুরঙ্গমারী থানা হইতে ঢাকাগামী একটি শ্যামলী এনআর ট্রাভেলস এ অভিযান পরিচালনা করা হয়। এতে মাসুম ও সঞ্চয়ের কাছ থেকে ২৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা, দুইটি সীমসহ মোবাইল ও নগদ এক হাজার একশো টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, বগুড়ায় সদর উপজেলার নামুজা ও গোকুল এলাকা থেকে ১৮৫ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৯ জুন) সদর উপজেলার নামুজা ও গোকুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার হান্নানের স্ত্রী মাহফুজা বেগম ও নামাজ গড় তেতুলতলা এলাকার মৃত রফিকুল ইসলামের স্ত্রী রিনা বেগম এবং কুড়িগ্রামের ভুরুঙ্গমারীর মানিক কাজি এলাকার নাজমুল হোসেন। এদের মধ্যে মাহফুজার নামে বগুড়া সদর থানায় দুইটি, জয়পুরহাট থানায় দুইটি এবং রিনা বেগমের নামে বগুড়া ও গাইবান্ধায় ৬টি মামলা রয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন। র্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নামুজা এলাকা থেকে ৯৯ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়। অপর এক অভিযানে গোকুল এলাকা থেকে ৮৬ বোতল ফেন্সিডিলসহ নাজমুলকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর