পাবনার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলের কচুরিপানা অপসারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (০৯ জুন) দুপুরে সুজানগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ আবদুল ওহাব বিলের ক্যানেল থেকে কচুরিপানা অপসারণের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, গাজনার বিলের কৃষক ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন, টি আর কর্মসূচির অর্থায়নে গাজনার বিলের কচুরিপানা অপসারণ করা হচ্ছে। এই কচুরিপানা অপসারণ হলে বিলের হাজার হাজার কৃষক উপকৃত হবেন এবং পেঁয়াজ মৌসুমে জলাবদ্ধতা থেকে রক্ষা পাবেন।
সুজানগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ আবদুল ওহাব বলেন, নির্বাচনের আগে ভোটারদের কাছে আমার প্রতিশ্রুতি ছিল গাজনার বিলের কচুরিপানা অপসারণ করে দেবো। আজ আমার প্রতিশ্রুতি মোতাবেক কাজ শুরু করলাম। কচুরিপানা নিয়ে কৃষকরা খুবই সমস্যার মধ্যে আছেন। আশা করি তারা চাষাবাদে সুফল পাবেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর