চীনে নারী পাচারের সময় জিও সুইওয়ে নামে এক চীনা নাগরিককে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত মানবপাচার চক্রের অপর সদস্য সুমি চাকমা হেলিকে রবিবার সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা আরও ৫জনকে উদ্ধার করা হয়েছে। গত শনিবার ঢাকার উত্তরা ১২নং সেক্টরের হরিজেন্টাল ভবনের একটি অভিজাত ফ্ল্যাট থেকে তাদের উদ্ধার করা হয়।
রবিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মুক্তা ধর।
পুলিশ সুপার মুক্তা ধর জানান, 'গত ২ জুন পানছড়ি থেকে নিখোঁজ হয় দুই কিশোরী। এ ঘটনায় খাগড়াছড়ির পানছড়ি থানায় পৃথকভাবে দুটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী পরিবার। পরে এর সূত্র ধরে অভিযানে নামে খাগড়াছড়ি জেলা পুলিশ। প্রযুক্তির সাহায্যে তাদের উদ্ধার করা হয়। ফ্ল্যাটে পানছড়ি থেকে নিখোঁজ দুজনসহ মোট ৫ জনকে উদ্ধার করা হয়।'
মুক্তা ধর আরও জানান, 'অভিযুক্তরা সংঘবদ্ধভাবে প্রতারণার মাধ্যমে বিভিন্ন এলাকা হতে ভিকটিমদেরকে চীনে নেওয়ার প্রলোভন দেখাতো। পরে তাদের পরিবারের অগোচরে ঢাকায় এনে তাদেরকে বিদেশে পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিজ ভাড়া বাসায় আটক করে রাখে। উক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পানছড়ি থানায় মামলা রুজু করা হয়। সংঘবদ্ধ প্রতারক চক্রটিকে গ্রেপ্তারের জন্য ধৃত আসামিদ্বয়কে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। এই চক্রে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের চৌকস অভিযানিক টিম কাজ করে যাচ্ছে।'
গ্রেপ্তার জিও সুইওয়েকে খাগড়াছড়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। ঘটনায় জড়িত মানবপাচার চক্রের সদস্য সুমি চাকমা হেলিকে সন্ধ্যায় ঢাকা থেকে গ্রেপ্তার করে খাগড়াছড়ি আনা হচ্ছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর