সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ করে জেলায় নয় সারাদেশের মধ্যে দৃষ্টান্ত রাখলেন করুনা সিন্ধু চৌধুরী বাবুল। তিনি উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান।
রবিবার দুপুরে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন ও মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন আক্তারকে ফুলের মালা পড়িয়ে বরণ করেন সদ্য বিদায়ী চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। পরে তাদেরকে মিষ্টি মুখ করিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করেন তিনি।
এসময় উপজেলা আওয়ামিলীগের সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারাসহ উপজেলা আওয়ামিলীগীগের নেতাকর্মী ও সমর্থকগণ।
আগত নেতা কর্মী সমর্থক ও উপজেলার সচেতন মহল বলছেন, উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন নির্বাচন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ ও ভাইস চেয়ারম্যান মহিলা। তাদের বরণ করতে যে আয়োজন করেছেন বিদায়ী চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল তা সত্যি প্রশংসনীয় কাজেই নয় সারাদেশে বিরল ঘটনা ঘটিয়েছেন। একজন জনপ্রতি আরেকজন জনপ্রতিনিধিকে এভাবে বরণ করে নিয়ে দায়িত্ব হস্তান্তর করার বিষয়টি সর্বমহলে আলোচনার ঝড় তুলেছে। আজকের ঘটনা থেকে অনেক কিছুই শিকার আছে। তিনি একজন বিচক্ষণ ও নেতা হিসেবে নেতার মতই কাজ করছেন।
নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন জানান, আজ আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেছি তা আমার জীবনের স্মরণীয় দিন হয়ে থাকবে। আমি সবার সহযোগিতা নিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব পালনে প্রতিটি কাজে সবার সুচিন্তিত পরিকল্পনা,পরামর্শ ও সহযোগিতা চাই পাশে চাই।
বিদায়ী চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, আমি আমার উপর অর্পিত দায়িত্ব গত ৫টি বছর সত্যতার সাথে দায়িত্ব পালন করছি। জনগণের পাশে থেকে তাদের জন্য কাজ করেছি। আমি চেয়ারম্যান পদে চেয়ারে থাকতে না পারলেও সব সময় সুখে দুখে জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নের জন্য কাজ করব।
শাকিল/সাএ
সর্বশেষ খবর