ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে স্থগিত হওয়া বাগেরহাটের মোংলা, শরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও গণনার কাজ শেষ হয়েছে। এতে দুইটি উপজেলায় বর্তমান চেয়ারম্যানরা পুনরায় এবং অপরটিতে নতুন একজন নির্বাচিত হয়েছেন।
মোংলা উপজেলা চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছে আবু তাহের হালদার। শরণখোলা উপজেলার পুনরায় নির্বাচিত হয়েছেন রায়হান উদ্দিন আকন শান্ত।
মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান।
রবিবার (৯ জুন) দিবাগত রাতে ভোট গণনার পর শেষে জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন। মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তাহের হাওলাদার ২৭ হাজার ৯০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন পেয়েছেন ১৮ হাজার ৪১৭ ভোট।
এ নিয়ে টানা তৃতীয়বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আবু তাহের হাওলাদার।
শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রায়হান উদ্দিন আকন শান্ত ৩০ হাজার ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন পেয়েছেন ১৮ হাজার ৮১৫ ভোট। এ নিয়ে টানা দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন রায়হান উদ্দিন শান্ত।
মোড়েলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান ৩৮ হাজার ৩৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম পেয়েছেন ২৬ হাজার ৭২৯ ভোট। প্রথমবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান।
শাকিল/সাএ
সর্বশেষ খবর