খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধা বঞ্চিত ১১৫জন অসহায় ও হতদরিদ্র রোগীর মাঝে মানবতা ও সমাজ কল্যাণে বিশেষ সহায়তার অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ জুন) সকালে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ক্যাম্পেইনের আয়োজন করে সিন্দুকছড়ি সেনা জোন। এতে চিকিৎসাসেবা প্রদান করেন সিন্দুকছড়ি জোনের মেজিকেল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির।
এ সময় তিনি বলেন, গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি সেনা জোন সর্বদা অত্র এলাকার অসহায়-সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে নিয়মিত ভাবে বিভিন্ন জনকল্যাণ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এ সময় তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও অত্র এলাকার সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। সেই সাথে অতীতের ন্যায় ভবিষ্যতেও সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর