
ঠাকুরগাঁওয়ে কনসালটেন্ট পরিচয়ে রোগীকে সেবার দেয়ার অভিযোগ উঠেছে রবিউল আলম নামে এক চিকিৎসকের বিরুদ্ধে। তিনি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার হয়ে কনসালটেন্ট পরিচয়ে শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে রোগীকে সেবা দিয়ে থাকেন৷
সোমবার (১০ জুন) দুপুরে পৌরশহরের বঙ্গবন্ধু সড়কের পাশে বলাকা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দেখা যায় মূল ফটকে বড় করে পিভিসি ব্যানারে প্রচারণা। মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত থাকলেও প্রচার করেন কনসালটেন্ট অর্থোপেডিক্স সার্জারি। এভাবেই প্রায় ছয় মাস থেকে ডায়াগনস্টিক সেন্টারে সেবা দিয়ে আসছেন তিনি।
সেবা নিতে আসা রোগীর স্বজন আখতারুল বলেন,আমরা তো জানি তিনি অর্থোপেডিক্সের কনসালটেন্ট, এটা লিফলেট, ব্যানার ও মাইকিং প্রচারণা করা হয়েছে। আমরা তো আর এত কিছু জানিনা। যদি এটি তিনি না লিখতে পারেন তাহলে প্রতারণা করেছেন রোগীরদের সাথে। এটির শাস্তি হওয়া উচিত।
ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার ডা ইফতেখায়রুল সজীব বলেন, মেডিকেল অফিসার হয়ে কনসালটেন্ট লেখা বা প্রচারণার সুযোগ নেই। কেউ এটি করে থাকলে ভুল করেছেন এবং বেআইনি। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব৷
এ বিষয়ে জানতে চাইলে ডা রবিউল আলম বলেন, ডায়াগনস্টিক কর্তৃপক্ষ এটি ভুল করেছে। সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। দীর্ঘ ৬ মাস বিষয়টি নজরে কেন আনেন নি এমনি প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দেননি।
ঠাকুরগাঁওয়ের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী বলে, এটি ভোক্তাদের সাথে এক ধরনের প্রতারণা। আমরা ভোক্তা অধিকার আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব৷
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর