মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার বাকি আরও একসপ্তাহ। ইতোমধ্যে বসতে শুরু করেছে স্থায়ী-অস্থায়ী পশুরহাট। সোমবার (১০ জুন) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সর্ববৃহৎ অস্থায়ী কোরবানি পশুরহাট চুনতি ডাকবাংলো মাঠে প্রথম হাটে বেচাকেনা জমেনি।
সরেজমিনে দেখা যায়, প্রচুর পরিমাণ দেশীয় গরু নিয়ে বসেছেন বিক্রেতারা। একইসাথে ক্রেতাদেরও চাহিদার শীর্ষে রয়েছে দেশীয় গরু। তবে প্রথম হাট এবং কোরবানের বাকি আরও একসপ্তাহ হওয়ায় এখনো বেচাকেনা জমে উঠেনি। সবাই দাম যাচাই-বাছাই করে চলে যাচ্ছেন। এদিকে হাটে গরুর পাশাপাশি মহিষ-ছাগলও উঠেছে প্রচুর।
চুনতি পশুরহাটের ইজারাদার আবদুর রশীদ বলেন, প্রথমহাট হওয়ায় বেচাকেনা তেমন একটা হয়নি। বেশিরভাগ লোকই দাম যাচাই-বাছাই করে চলে যাচ্ছেন। তবে পরের হাটে ভালো বেচাকেনা হবে।
উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, এবার এ উপজেলায় কোরবানি পশুর চাহিদা ধরা হয়েছে ৩৫ হাজারের মতো। তার বিপরীতে হাজারের অধিক ছোট-বড় খামারে উৎপাদন হয়েছে ৫০ হাজার পশু। এদিকে পশুরহাটগুলোয় কাজ করবে প্রাণিসম্পদ অফিসের একটি টিম।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একে এম খালেকুজ্জামান বলেন, পশুরহাটে কোনো খামারি অসুস্থ গরু বিক্রি করতে না পারে এবং এতে ভোক্তারা ক্ষতিগ্রস্ত না হয় সেটি দেখভাল করার জন্য আমাদের একটি টিম কাজ করবে। এছাড়া হঠাৎ কোনো গরু অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসাসেবা প্রদান করা হবে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, পশুরহাটে চাঁদাবাজ-ছিনতাইকারীরোধে পুলিশ সদস্যরা কাজ করছেন যাতে ক্রেতা-বিক্রেতারা নির্ভয়ে পশু বেচাকেনা করতে পারেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর