শাওমি আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এলো বহুল প্রত্যাশিত স্মার্টফোন রেডমি ১৩, যা মূল ত ডিজাইন করা হয়েছে স্টাইলিশ এবং বিশ্বের দরবারে নিজেদেরকে মেলে ধরতে চাওয়া তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে।
তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে ডিজাইন করা রেডমি ১৩ তে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের সুপার- ক্লিয়ার ক্যামেরা যাতে থাকছে অতুলনীয় ডিটেইলসের সব ছবি তোলার সুযোগ। ৩ গুন শক্তিশালী ইন- সেন্সর লসলেস জুম নিশ্চিত করবে ছবির স্পষ্টতা, আর রিয়ার ক্যামেরা দিবে কম আলোতেও চমৎকার পারফরম্যান্স, যার ফলে সহজেই তুলতে পারবেন আল্ট্রা-ক্লিয়ার নাইট ফটো এবং হাই ডেফিনেশন ও রেজুলেশনের ছবি। সেলফি প্রেমীরা পাচ্ছেন প্রাকৃতিক ও সুষম আলোর সফ্ট-লাইট রিং সহ ফ্রন্ট ক্যামেরা যার ফলে স্বল্প আলোতেও তুলতে পারবেন নিখুত সব ছবি।
রেডমি ১৩ এর নজরকাড়া ডিজাইনে রয়েছে স্টাইলিশ গ্লাস ব্যাক যা স্মার্টফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে এবং পাওয়া যাবে চারটি চমকপ্রদ রঙে: মিডনাইট ব্ল্যাক, স্যান্ডি গোল্ড, পার্ল পিংক ও ওশান ব্লু। ব্যতিক্রমী ওশান ব্লু ডিজাইনটি তৈরি করা হয়েছে ম্যাগনেটিক ইঙ্ক পদ্ধতি ব্যবহার করে যা দেখতে ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো। ফোনটিতে আরও পাবেন কর্নিং গরিলা গ্লাস সজ্জিত এবং ৯০ হার্টজ অ্যাডাপ্টিভসিঙ্ক সহ ৬.৭৯—ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে যার রিফ্রেশ রেট নিজে থেকেই সমন্বয় করে আপনাকে দিবে নিরবচ্ছিন্ন ব্যবহার অভিজ্ঞতা।
মিডিয়াটেক হেলিও জি ৯১-আল্ট্রা চিপসেট এবং শাওমি হাইপারওএস সমৃদ্ধ রেডমি ১৩-তে পাবেন অসাধারণ পারফরম্যান্স। নতুন ইউআই, নুতুন ডিজাইনের হোম স্ক্রিন এবং উন্নত নোটিফিকেশন ও উইজেট আপনাকে এগিয়ে রাখবে অন্যদের থেকে দিবে স্মার্টফোন ব্যবহারের এক মসৃণ অভিজ্ঞতা।
রেডমি ১৩-এর দুইটি বিকল্প থেকে বেছে নিতে পারবেন নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী। ৬ জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজ ফোনটিতে পাচ্ছেন ৫০৩০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি যা চার্জ করার জন্য আছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার, মাত্র ৬২ মিনিটেই ফুলচার্জ হবে আপনার ফোন। একবার ফুলচার্জ করলে ব্যাটারির চিন্তা না করেই নিশিন্তে ব্যবহার করতে পারবেন সারাদিন।
৬ জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১৯,৯৯৯ টাকা। ১০ জুন, ২০২৪ থেকে সারাদেশে পাওয়া যাবে বহুল আকাংখিত স্মার্টফোনটি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর