নরসিংদীর শিবপুরে আহমদুল কবির (৩৭) নামে এক যুবক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ জুন) সকালে উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হতে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার দিবাগত রাতের কোন এক সময় এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা পরিবার ও পুলিশের।
নিহত আহমদুল কবির বাড়ৈগাঁও গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। শিল্পকারখানার সাবেক কর্মচারী ৬ মাস ধরে বেকার জীবনযাপন করছিলেন।
নিহতের ছোট ভাই মোঃ লেলিন জানান, রোববার রাত ১২ টার দিকে কয়েকজন লোক এসে আহমদুল কবিরের সাথে কথা বলার পর বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। পরে সোমবার সকাল ৬টার দিকে খবর পাই বাড়ৈগাঁও স্কুল মাঠে আহমদুল কবিরের লাশ পড়ে আছে। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আহমদুল কবির ২০১৪ সালে তার চাচাতো দুই ভাই জালাল ও খোরশেদ আলম হত্যা মামলার সাক্ষী ছিলেন বলেও জানান নিহতের ভাই লেলিন।
এ বিষয়ে শিবপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, কে বা কারা কী কারণে হত্যার ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর