প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশে গৃহ ও ভূমিহীন পরিবারকে আরও ১৮ হাজার ৫৬৬টি বাড়ি হস্তান্তর করেন।
মঙ্গলবার (১১জুন) সকাল ১১টায় সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বাড়ি হস্তান্তর করেন তিনি।
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশে ৭০ উপজেলার গৃহ ও ভূমিহীন পরিবারকে আরও ১৮ হাজার ৫৬৬টি বাড়ির মধ্যে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী, পৌরসভার নয়াভাঙ্গলি সহ মোট ১০০টি ঘর হস্তান্তর করেন।
প্রকল্পের বিবরণ অনুযায়ী, আশ্রয়ণ-২ প্রকল্পের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পর্যায়ের প্রথম ধাপে মোট ২ লাখ ৬৬ হাজার ১২টি ভূমি ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে এবং আজ আরও ১৮ হাজার ৫৬৬টি পরিবারকে পুনর্বাসন করা হবে।
ভিডিও কনফারেন্সে আমতলীতে একযোগে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আশরাফুল আলম'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক পিজুস চন্দ্র দে,বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এম.এ কাদের মিয়া,আমতলী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি তারেক হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মজিবর রহমান,সদর ইউপি সাবেক চেয়ারম্যান মো:মোতাহার উদ্দিন মৃধাসহ সকল ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ,সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে গৃহহীনদের পুনর্বাসন কর্মসূচি চালু করেছিলেন। বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহ ও ভূমিহীনদের ঘর ও জমির মালিকানা দেয়ার উদ্যোগ গ্রহণ করেন। আশ্রয়ণ প্রকল্পের অধীনে, ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত মোট ৭ লাখ ৭১ হাজার ৩০১টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। পুনর্বাসিত মানুষের সংখ্যা ৩৮ লাখ ৫৬ হাজার ৫০৫ জন (একটি পরিবারে পাঁচজন ব্যক্তি হিসাবে)।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর