কিশোরগঞ্জের তাড়াইলে সিঁধ কেটে মায়ের কোল থেকে আড়াই মাস বয়সী শিশু চুরির ১২ ঘণ্টা পর সদর উপজেলার নীলগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করা হয়েছে।
সোমবার (১০ জুন) বিকেলে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের নীলগঞ্জ বেত্রাহাটি গ্রামে অভিযান চালিয়ে রুবেল মিয়ার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে তাড়াইল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশ। আটকরা হলেন- বেত্রাহাটি গ্রামের রুবেল মিয়া (৩২) ও তার শাশুড়ি সস্তো বেগম (৬০)।
সন্ধ্যায় কিশোরগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আটক রুবেলের তিনটি কন্যাসন্তান রয়েছে। কোনো ছেলে নেই। রোববার (৯ জুন) রাতে রুবেলের স্ত্রী খাদিজা আরেকটি কন্যা সন্তানের জন্ম দেন। পুত্রসন্তান না থাকায় রুবেল সিঁধ কেটে ওই শিশুটিকে চুরির পরিকল্পনা করেন।
রুবেলের শ্বশুরবাড়ি ও চুরি হওয়া শিশু জুনায়েদের মায়ের বাড়ি একই এলাকায়। চতুর্থবারের মতো স্ত্রী কন্যাসন্তান জন্ম দেওয়ায় তাকে খুশি করতে মায়ের পরামর্শে জুনায়েদকে চুরি করার সিদ্ধান্ত নেন রুবেল। জুনায়েদকে চুরির পর খাদিজা একসঙ্গে একটি ছেলে ও একটি মেয়েসন্তান জন্ম দেন বলে প্রচার করেন। পুলিশ বিষয়টি জানতে পেরে রুবেলের বাড়িতে যায়। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে শিশু চুরির ঘটনা।
শিশুটির মা নাজমিন জানান, সন্ধ্যা থেকে শিশুটি পেটের অসুখে ভুগছিল। কিছুক্ষণ পরপর ছটফট করে এদিক সেদিক করছিল। রোববার রাত দেড়টার দিকে শিশুটিকে খাইয়ে দুজনই ঘুমিয়ে পড়েন। ঘটনার সময় তার স্বামী সাজ্জাদ হোসেন কুমিল্লায় তার বোনের বাড়িতে অবস্থান করছিলেন। ভোর রাত ৪টার দিকে ঘুম ভাঙলে মা নাজমিন তার সন্তানকে না দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করেন। এক পর্যায়ে ঘরে সিঁধ কাটা এবং সামনের দরজাটি খোলা দেখতে পান। কান্নাকাটি এবং চিৎকারের শব্দে প্রতিবেশিরাও ছুটে আসেন। মসজিদের মাইকেও শিশুটির সন্ধান চেয়ে ঘোষণা দেওয়া হয়। সকালে খবর দেওয়া হয় তাড়াইল থানায়। পরে গোয়েন্দা পুলিশ ও তাড়াইল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার অভিযানে নামে। সোমবার বিকাল ৪টার দিকে নীলগঞ্জ বেত্রাহাটি গ্রামের রুবেলের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। শিশুটিকে উদ্ধারের পর তার মা নাজনীনের কোলে তুলে দেন পুলিশ সুপার। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এর আগে রোববার রাতে জেলার তাড়াইল উপজেলার তালজাঙ্গা শাহবাগ গ্রামে সিঁধ কেটে নাজনীন আক্তারের কাছ থেকে আড়াই মাস বয়সী শিশু জুনায়েদকে চুরি করেন রুবেল।
শিশু জুনায়েদের বাবা সাজ্জাদ হোসেনের বাড়ি চট্টগ্রামে। তিনি ঢাকায় ব্যবসা করেন। তবে শিশু জুনায়েদের জন্মের কিছুদিন আগে থেকে তাড়াইল উপজেলার তালজাঙ্গা এলাকায় বাবার বাড়িতে বসবাস করেন নাজনীন আক্তার।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর