ময়মনসিংহের ভালুকায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ভূমিসেবা বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস কার্যালয়ে এই জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবিব জিসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজীয়া।
এ সময় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন ভালুকা পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান, মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ, উপজেলা সাব- রেজিস্ট্রার আনোয়ারুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আশ্রয়ণ কেন্দ্রের সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর